সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জর জগন্নাথপুরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
(২৫ মার্চ) মঙ্গলবার বিকেলে
জগন্নাথপুর পৌর বিএনপি, ৭ নং ওয়ার্ড কর্তৃক আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, স্বৈরাচার পতন আন্দোলনের অন্যতম বীর সেনানী, শত জুলুম-অন্যায়-নির্যাতনের শিকার, সুনামগঞ্জ – ৩ ( শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা) আসনের মাটি ও মানুষের নেতা জননেতা খসরু এম আহম্মেদ এর ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ (ছাতক, দোয়ারা) আসন থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা কলিম উদ্দিন আহমেদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) এডভোকেট আব্দুল হক।
তাহিরপুর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা আনিসুল হক, জগন্নাথপুর পৌর বিএনপি, ৭ নং ওয়ার্ড সহ সকল ওয়ার্ড সমূহের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।