জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার পুরান থানার সামনে হাজী ফিরুজ মিয়া মার্কেটের নীচ তলায় কুশিয়ারা টেকনোলজি নামক দোকান উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।
শুক্রবার বাদ জুম্মা কুশিয়ারা টেকনলোজি নামে দোকান উদ্বোধন কালে উপস্থিত ছিলেন
জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি মুসাইদ আহমদ ভূঁইয়া,বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান ফিরোজ,কামাল হোসেন,মাওলানা নেছার উদ্দিন, শো-রুমে পরিচালক সাদিকুর রহমান,ফাহিম আহমেদ, আল আমিন এবং আশপাশের সকল ব্যবসায়ী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।।
উক্ত দোকানে সিসি টিভি, ওয়াইফাই, লেপটপ, ও মোবাইল ফোনের যাবতীয় টেকনোলজি পণ্যসহ সেকেন্ড হ্যান্ড লেপটপ, মোবাইল পাওয়া যাবে।সিসি টিভির হুম ডেলিভার দেওয়া হবে। দক্ষ কারিগর দ্বারা পরিচালিত।