সিলেট সংবাদদাতা:
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন রক্তদানে উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।
২ জানুয়ারি ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকা থেকে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার হতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সামন পর্যন্ত এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
রক্তদানে উদ্বুদ্ধ করুন ও জনসচেতনতামূলক ক্যাম্পেইনে ১২৪ জন ব্লাড ডোনার রক্তদানে উৎসাহিত হয়ে রক্তদান করার আগ্রহ প্রকাশ করেন।
অত্র ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন,ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক মো ছালিম আহমদ খান,উপদেষ্টা হাফিজ আবিদ হোসেন খান, জেলা সমন্বয়ক মুয়াজ্জিন আহমদ চৌধুরী,সদস্য সচিব হাম্মাদ বিন আনিস সরকার, ইউনাইটেড সুপার উইমেন এর সভাপতি মরিয়ম কামাল মনি , যুগ্ম সাধারণ সম্পাদক রেশমী আক্তার, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিনিধি সদস্য আকরাম খান বাপ্পী, সাইয়ান চৌধুরী,আল ইমরান,এহসানুল হক রাতুল,নাহিয়ান আবেদীন, হোসাইন আহমদ সহ প্রমুখ।
জনসচেতনতামূলক ক্যাম্পেইন শেষে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হাফিজ মো ছালিম আহমদ খান বলেন, বর্তমানে দেশের প্রায় ৯০ ভাগ মানুষ সচেতন নয়, বেশিরভাগ মানুষ যখন বিপদ আসে তখনই শুধু সেটা নিয়ে ঘাটাঘাটি করে। আমরা আজ ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি পরিবারের পক্ষ থেকে বাহির হয়েছি, অসচেতন মানুষকে সচেতন করতে ।রক্তদানে অনাআগ্রহী মানুষকে রক্তদানে আগ্রহী করতে।ব্লাড সম্পর্কে মানুষকে সচেতন করতে। তাছাড়াও আমাদের সংগঠনের আরো বিভিন্ন কার্যক্রম রয়েছে।