আতিকুর রহমান, জামালগঞ্জ প্রতিনিধি:
জামালগঞ্জে আগুনে পুড়ে দোকান ঘরসহ এক স'মিল পুড়ে ছাই হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মান্নান ঘাট বাজারে আগুনে পুড়ে একটি চায়ের দোকান ও স'মিল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার রাত তিনটায় মান্নান ঘাট বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।
ঘর মালিক মোঃ হেলাল উদ্দিন ও স'মিলের মালিক মোঃ লাল চাঁন জানান কিভাবে আগুন লেগেছে আমরা তা জানি না। দোকানে থাকা মো. ইউনুছ মিয়া জানান, আমি রাতে দোকানে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আমাকে নদীর পাড় থেকে নৌকার লোকজন ডেকে ঘুম থেকে উঠায়। উঠে দেখি আমার দোকানের চতুরদিকে আগুন জ্বলছে। আমি তাৎক্ষণিক ঘরের বেড়া ভেঙে বের হই। অগ্নিকান্ডে আমার দোকানের মালামাল, নগদ টাকাসহ টিভি ফ্রিজ ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
এব্যাপারে জামালগঞ্জ সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, একটি দোকান ও একটি স'মিল পুড়ে গেছে। তাদেরকে সহায়তা করার জন্য আমি উর্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।
জামালগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ উত্তম কুমার সরকার জানান, সংবাদ পেয়ে গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে ক্ষয়ক্ষতির বিবরণ সহ জেলা প্রশাসক মহোদয়ের নিকট পাঠানো হয়েছে। সরকারি বিধি মোতাবেক সহযোগিতার ব্যবস্থা করা হবে।