সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাসের ভ্যাক্সিনেশন কর্মসূচী অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে দিনব্যাপী
কারিতাস বাংলাদেশ ইএলএসআরপি প্রকল্পের ভ্যাক্সিনেশন কর্মসূচী অনুষ্টিত হয়।আয়োজনে কারিতাস বাংলাদেশ ইএলএসআরপি প্রকল্প। জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের পরিচালনায়, ভীমখালি ইউনিয়নের চান্দবাড়ি গ্রামে গবাদিপ্রানির এক ভ্যাক্সিনেশন ক্যাম্প করা হয়। এতে সহায়তা করেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন রশিদ তালহা এবং মোশাররফ হোসেন । ভ্যাক্সিনেশন ক্যাম্পে চান্দবাড়ি গ্রামের ইএলএসআরপি প্রকল্পের সদস্যগণের গৃহপালিত গরু, ভেড়া, ছাগল, হাঁস এবং মুরগির টিকা প্রদান ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। ১৭ ফেব্রুয়ারী সকাল ৭ ঘটিকায় ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয় এবং এতে মোট ২১০ টি গরুকে বাদলা এবং তড়কা, ৪৫ টি ভেড়া ও ২৫ টি ছাগলকে পিপিআর, ৩০ টি মুরগি এবং ৮০ টি হাঁসকে আরডিডি এর টিকা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ইএলএসআরপি প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়েক এবং মাঠ সহায়ক অশ্বিনী কুমার রায়, উপেন্দনাথ রায় ও রাকিব হাসান। চান্দবাড়ি গ্রামের মো: রোকনুজ্জামান মিয়া বলেন - কারিতাসের এই ধরনের ভ্যাক্সিনেশন কার্যক্রম অনেক প্রশংসনীয় এবং কার্যকর। এতে আশপাশ এলাকার খামারীগণের উৎসাহ উদ্দিপনা বিরাজ করবে, পাশাপাশি গৃহপালিত প্রাণির লালন পালন বৃদ্বি পাবে বলে আমি বিশ্বাস করি।