সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বসুন্ধরা শুভসংঘ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১১ টায় জামালগঞ্জ কিন্ডার গার্ডেন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামগঞ্জের সময় স্টাফ রিপোর্টার ও বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আব্দুল আহাদ, ফালগুনী টিভি জেলা প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সহ সভাপতি সাইফ উল্লাহ, উপজেলা শাখার সহ সভাপতি বাপ্পী বর্মন, সহ সভাপতি আইরিন আক্তার রিপা, সহ সভাপতি কাজী কামরুজ্জামান।
বসুন্ধরা শুভসংঘ জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন আলম, সাধারণ সম্পাদক আসাদ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা বেগম, চায়না বেগম, মমতাজ বেগম, ছাদিকুর রহমান, রবিউল আউয়াল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, সহ সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, অর্থ সম্পাদক মিনারা আক্তার, দপ্তর সম্পাদক এনামুল হক, নারী বিষয়ক সম্পাদক তন্দ্রা তালুকদার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক কলি আক্তার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক রুবি আক্তার, সহ সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মৌসুমী তালুকদার, স্বাস্থ্য ও মানব বিষয়ক সম্পাদক মিনহা আক্তার তুলি, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাসলিমা মেহজাবিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাত আক্তার, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন জয়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আশিক নুর,
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. মহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মরম আলী,
কার্যকরী সদস্য জাকারিয়া, তাহসিনা জান্নাত,
লাকী আক্তার, অসিম তালুকদার, তাহেরা খাতুন শাপলা আক্তার, খাদিজা আক্তার, রাহুল মিয়া, পুঁজা রানী দাস, সুরমা বেগম, তাসিন আলম, সুহেনা আক্তার, নুরেজা বেগম প্রমুখ।
সভায় উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. শাহীন আলম বলেন, আমাদের সদস্যদের পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন সদস্যদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসাদ নুর বলেন, সকলের মতামতের ভিত্তিতে বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। এবং সে অনুযায়ী কাজ করা হবে।