বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

ড. ইউনুস বাংলাদেশের সম্পদ – সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৭ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

দিরাই শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেছেন, হাজারো ছাত্রজনতার রক্তের বিনিময়ে বাংলাদেশের আজকের এই পরিবর্তন। ঐতিহাসিক অভ্যুত্থানে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সকল রাজনৈতিক সমাজ ও ছাত্র সমাজ ড. ইউনুস সাহেবকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বেছে নিয়েছেন। ড. ইউনুস একজন সম্মানিত ব্যক্তি ও দেশের সম্পদ। নোবেল পুরষ্কারসহ দেশে-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়ে তিনি বাংলাদেশকে সম্মানিত করেছেন। সরকার পরিবর্তনের পরে দেশে অনেক পরিবর্তন আমরা দেখেছি। খাদ্যদ্রব্যের দাম কমেছে।ব্যাংকগুলোর দুরবস্থা প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।
মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি বলেন, আওয়ামী লীগ অবৈধ উপায়ে দেশের লক্ষ কোটি টাকা পাচার করেছে। তাদের দলের নেতারাসহ মসজিদের ইমাম পালিয়ে গেছেন। এখন বিদেশে বসে স্বৈরাচার আওয়ামী লীগ তাদের সঞ্চিত অবৈধ অর্থ ব্যয় করে দেশকে অস্থিতিশীল করে তুলতে মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন আন্দোলনের নামে তারা দেশকে অশান্ত করতে পায়তারা করছে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কালো মেঘ বিরাজ করছে। হয়তো কয়েকদিনের মধ্যে এর সমাধান হবে। এ অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিএনপির ঐক্যবদ্ধ থাকা। তিনি দিরাই শাল্লায় বিএনপির দলাদলির সমালোচনা করে বলেন, আমি কোন দলাদলিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি খালেদা জিয়ায়, তারেক রহমান ও ধানের শীষে। আমি অনুরোধ করবো আমরা যারা বিএনপির রাজনীতি করি, এসব দলাদলি ভুলে সবাই ঐক্যবদ্ধ হোন। গত
রবিবার (২৩ মার্চ) দিরাই উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের আয়োজনে দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দিরাই উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও সদস্য আবু সাঈদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মঈনুদ্দিন মল্লিক সোহেল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলম, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদিন চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কবীর মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মাইদুল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীয়ত আলম চৌধুরী, বর্তমান যুগ্ম আহবায়ক আখতার হোসেন। ইফতার মাহফিলে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন শ্রেণি-পেশার জীবী মানুষ অংশ নেন।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102