সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্ব শিশু দিবস পালন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই উপজেলা এতিম শিক্ষার্থীদের খেলা ধুলার আয়োজন করে। এতে শিখন প্রকল্পের ৫০ জন এতিম শিক্ষার্থী অংশ নেয়।
অংশ গ্রহণকারীর মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছে শ্রীপর্ণা রায় তুষি, দ্বিদীয় হয়েছে সৈয়দা একা বেগম, তৃতীয় হয়েছে অমিত হাসান। অংক দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুর্য্য রায় তুষি, দ্বিদীয় হয়েছে হাসান আহমদ, তৃতীয় হয়েছে ফাহমিদা আক্তার জুই। চেয়ার সেটিং প্রতিযোগিতায় প্রথম হয়েছেইমা বেগম, দ্বিদীয় হয়েছে মারজানা আক্তার, তৃতীয় হয়েছে তাহমিদা আক্তার। কবিতা আবৃতি ও গানে প্রথম হয়েছে স্বর্ণা রায়, দ্বিদীয় হয়েছে প্রিয়া আক্তার, তৃতীয় হয়েছে হুমায়রা আক্তার।
প্রতিযোগিতা শেষে পুর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরীর সভাপতিত্বেও ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই অফিসের ইনচার্জ আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাবেক সাধারণ সম্পাদক কুদরত পাশা, ডিএসএস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী ইনচার্জ আতাউর রহমান সহ অভিভাবক শিক্ষার্থী। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।