নিজস্ব প্রতিবেদক,
গত শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের আলিপুর গ্রামে (পিআইসি-নং ৬৭) পরিদর্শনকারীদের উপর আওয়ামী লীগ কর্মীদের হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে। যার ভিডিও ফুটেজ সংরক্ষিত। বাংলাদেশ জামায়াতে ইসলামের দিরাই উপজেলার আমির আঃ কুদ্দুস, পানি উন্নয়ন বোর্ডের অফিসার মোনায়েম সহ (পিআইসি) সমন্বয়কারীরা উক্ত পিআইসি পরিদর্শনে আলিপুর গ্রামে গিয়েছিলো। পরবর্তীতে (পিআইসি) পরিদর্শনকারীদের উপরে আশঙ্কাজনকভাবে হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিবর্গদের মাঝে হাবুল মেম্বার ও চন্দন মেম্বার এর নেতৃত্বে আওয়ামী কর্মীরা উক্ত ঘটনার সাথে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
এবং বিএনপির অঙ্গ সংগঠনের কয়েকজন কর্মীকে তাদের সহযোগিতা করতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ বিএনপর কর্মী। সাহিন,তাজুল ও তপু পিআইসি না পেয়ে প্রতিহিংসামূলকভাবে আওয়ামী লীগের সাথে ঐক্য হয়ে এ আশঙ্কাজনক হামলার পরিকল্পনায় জড়িত।
হামলা হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে (পিআইসি) পরিদর্শনকারীরা নিরাপত্তার স্বার্থে আলিপুর গ্রাম ত্যাগ করেন।
অনেকেই উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। যারা নাম প্রকাশে অনিচ্ছুক। অভিযোগকারীরা উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্টদের সন্ত্রাসী মনে করে।তাই নিরাপত্তার স্বার্থে তাদের নাম অ- প্রকাশিত। ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।