সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলা সদরের পূর্ব বাজারে এ সমাবেশের আয়োজন করেন
উপজেলা সদর ইউনিয়ন কৃষক দল।
উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মাজহারুল হক, ইকবাল হোসেন মন্টু, নূরুল আমিন, জেলা বিএনপির সাবেক সদস্য হারুন অর রশিদ, জুলফিকার আলী ভুট্টা, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী মড়ল, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ, সেলবরষ যুবদলের সভাপতি আহম্মদ আলী প্রমুখ। এতে কৃষাণ কৃষানী সহ কৃষকদের নেত্বীবৃন্ধ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলার সেলবরষ, পাইকুরাটি, জয়শ্রী, সুখাইড় রাজাপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।