সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ-৪( সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা পরবর্তী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মোঃ আবু হানিফের সভাপতিত্বে ও মোঃ আব্দুল হামিদ,জহুর মিয়া ও কবির হোসেনের যৌথ সঞ্চালনায় সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন মোঃ আবুল বাশার।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন,সুরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশিদ মিয়া,সাবেক ইউপি সদস্য মোঃ মুমিন মিয়া,মোঃ আব্দুল হাই মেম্বার,বিএনপি নেতা জহুর মিয়া,মোঃ আব্দুল হামিদ,আলতাব হোসেন,জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মানিক মিয়া,বিএনপি নেতা জাকারিয়া,জেলা যুবদলের সদস্য গিয়াস মেম্বার,বিএনপি নেতা রফিক মিয়া,বিশ্বম্ভবরপুর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আশিকুর রহমানর আশিক,জেলা কৃষকদলেল যুগ্ম সাধারন সম্পাদক হাজী আকুল আলী।
এছাড়া ও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ ফুল মিয়া চেয়ারম্যান,জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিম,সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম দিলু,যুগ্ম আহবায়ক তৌহিদুল আলম রাজ্জাকি কায়েছ,যুগ্ম আহবায়ক নুর উদ্দিন,সদস্য ওমর খৈয়াম,সুনামগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,যুগ্ম আহবায়ক আকবর আলী, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষকদলের আহবায়ক ইকবাল হোসেন,পৌর কৃষকদলের আহবায়ক রুমেন আহমদ,জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সুজন মিয়া, জেলা সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজব্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক নুরুল আলম,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,জেলা স্বেচ্ছাসেবক দলের মনাজ্জির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,যুগ্ম আহবায়ক শাহজাহান, পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ ও জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দরা বলেছেন,দেশে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে দেশের শান্তি শৃংখলা ফিরিয়ে আনার একটি সুযোগ। এই সুযোগটাকে হাত ছাড়া করলে দেশে আইন শৃংখলা পরিস্থিতির দিন দিন অবনতি হতে পারে। কাজেই দ্রত জাতীয় সংসদ নির্বাচনের জন্য অধির আগ্রহে দেশের জনগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য অপেক্ষার প্রহর গুনছেন।
কেননা বিগত ১৫টি বছর স্বৈরাচারী ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মানুষ বিশেষ করে নতুন প্রজন্মের ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি। এবার সুযোগ এসেছে এই অন্তবর্তীকালীন সরকারের আমলে জনগন তাদের পছন্দের প্রার্থীকে স্ব স্ব ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রদান করতে পারবেন। কাজেই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে বর্তমান সরকারের নিকট নেতৃবৃন্দরা জোর দাবী জানান।
তারা আরো বলেন,বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের আস্থার প্রতিক সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদসম্য এ্যাডভোটেক নুরুল ইসলাম নুরুল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে এড.নুরুল ইসলাম নুরুলকে এই ধানের শীষের মনোনয়ন দিলে এই আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত বলে দাবী করেন। তাই এই আসনে এড. নুরুল ইসলাম নুরুলকে প্রার্থী করতে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারুন্যের অহংকার আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট বক্তারা জোর দাবী জানান। পরে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।