মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকুনা গ্রামে বড় হুজুর খ্যাত মরহুম মাওলানা আব্দুছ ছালাম (র:)’র বাড়িতে ফুলতলী ছাহেব কিবলা(র:)মাসিক খানকা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত খানকা পরিচালনা করেন কামালবাজার আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী সাহেব।
বিগত ১৯/৩/২০২৫ খ্রি: মৃত্যু বরনকারি আলহাজ আবু নছর’র ছোয়াব মাহফিল,ইফতার মাহফিলে পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটে।উক্ত অনুষ্ঠানে কিয়াম ও দোয়া পরিচালনা করেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান সাহেব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিছ আব্দুল বাছিতসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।