স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী হয়েছেন। বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি পদে নজরুল শিকদার ঘোড়া প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেমিল হায়দার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বৈদ্যুতিক পাকা প্রতীকে হারুন মিয়া ২৬৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুর রহমান শাওন মোরগ প্রতীকে পেয়েছে ২৬২ ভোট। সহ সভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতীকে ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম প্রতীকে মোওলানা মোখলেছুর রহমান -৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন ৪০৭ ভোট।
উক্ত বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদকপদে ৮জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সহ সভাপতি পদে ৩ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৫ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাদাঘাট বাজার বণিক সমিতির মোট ভোটার ১২২৯। এর মধ্যে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রাপ্ত ভোট ১২০৫।
বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি’র চেয়ারম্যান মো. জুনাব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এবং ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীও ছিলেন কঠোর অবস্থানে।