সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক, ও কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুল হকের উদ্যোগে তাহিরপুরে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের দোয়া কামনা করে এক বিশাল ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রাখাব উদ্দিনের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা যুবদল আহ্বায়ক এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলার আহ্বায়ক বাদল মিয়া, সহ সুনামগঞ্জ জেলা ও তাহিরপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আনিসুল হক বলেন, সুনামগঞ্জ ১ আসন তাহিরপুর, ধর্ম পাশা, মধ্যনগর ও জামালগঞ্জ ধানের শীষ এর ঘাটি। এই এলাকার মানুষজন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে ভালবাসেন। যদি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হয় তাহলে মানুষজন ধানের শীষ প্রতীকেই ভোট দিবে। আমি এই এলাকার সন্তান হিসেবে দিন রাত মানুষের জন্য কাজ করে যাচ্ছি আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।