সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য এবং সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ধর্মপাশায় উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। বুধবার ধর্মপাশা উপজেলা দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ধর্মপাশা উপজেলা বিএনপি আহবায়ক লিয়াতক আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল হকের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্রু, আহবায়ক কমিটির সদস্য কাজী মাজারুল হক,তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা বাবরুল হাসান বাবলু, এনাম তালুকদার, যুবদলের যুগ্ন আহবায়ক তুজাম্মিল হক নাসরুম, ছাত্রদলের আহবায়ক আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাবেক সদস্য হামিদুল ইসলাম চৌধুরী মিলন, যুবদলের আহবায়ক শওকত হোসেন ব্যাপারী, বিএনপির নেতা আলমগীর, সালাউদ্দিন মাহতাব, যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মাদ আলী, আবু তাহের সোনা মিয়া, সেলবরষ ইউপি যুবদলের সভাপতি আহম্মদ আলী, সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কামরুল বলেন, সুনামগঞ্জ ১ আসন তাহিরপুর, ধর্ম পাশা, মধ্যনগর ও জামালগঞ্জ ধানের শীষ এর ঘাটি। এই এলাকার মানুষজন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান কে ভালবাসেন। যদি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান হয় তাহলে মানুষজন ধানের শীষ প্রতীকেই ভোট দিবে। লঙ্গী পড়ার লোকদের সম্মান করতে হবে, অনেকেই মনে করেন ক্ষমতা পেয়েগেছি, ইহা কল্পনা করা সম্পুর্ণ ভুল, দলকে সু- সংগঠিত করতে হবে। আমি জনগণের সঙ্গে আছি, জনগণের সাথে থাকব ইনশাআল্লাহ।