মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথে মাহে রমজান উপলক্ষ্যে যুক্তরাজ্যের গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকের প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদের অর্থায়নে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১মার্চ) দুপুরে পৌর শহরের সওজের ডাকবাংলা এলাকার প্রায় শতাধিক অসহায়-গরীব ও দুস্থ পরিবারের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকের প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদ বলেন, সমাজের বৃত্তবান ও প্রবাসীদের উচিত অন্তত নিজ এলাকায় সাধ্যমত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। পাশাপাশি আমাদের সমাজ থেকে দ্রারিদতা দূর করতে সমাজের দরিদ্র মানুষদেরকে বিভিন্ন কারিগরী প্রশিক্ষণ প্রদান করা ও এককালীন অনুদান দিয়ে তাদেরকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সংগঠক জায়েদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরন, আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।