মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথে মাহে রমজান উপলক্ষ্যে ‘হাজী ইন্তাজ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী মোহাম্মদ মিছবাহ উদ্দিনের অর্থায়নেপ্রায় দেড় শতাধিক অসহায়-গরীব ও সুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) বিকেলে পৌর শহরের পুরাণ বাজারস্থ ট্রাস্টের কার্যালয়ে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম বার (সেবা) বলেন, ট্রাস্টটি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছে, সত্যিই তা প্রশংসার দাবীদার। ভবিষ্যতে ট্রাস্টের কার্যক্রম যাতে আরোও গতিশীল হয়, সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সমাজকর্মী আব্দুন নূর।
অনুষ্ঠানে এসময় যুক্তরাস্ট্র প্রবাসী সাইদুর রহমান পলাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, মোহাম্মদ নূরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।