রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
মোহাম্মদ সাগর এর দুটি কবিতা তিনশো টাকার পণ্য পনেরশো টাকায় ক্রয় করলেন হ্যালো রায়গঞ্জ সামাজিক সংগঠন বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে ও বখাটে জয়কুলের লাথির আঘাতে মায়ের গর্ভের দুই সন্তান নিহতের ঘটনায় মানববন্ধন মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ কবিতাঃ একুশের টানে সুনামগঞ্জে আন্তর্জাতিক জলাভূমি দিবস ও হাওর উৎস অনুষ্ঠিত বাজিতপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কমিটি পুনর্গঠন সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন- বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিভিন্ন কৌশল অবলম্বন করে লুটপাট হচ্ছে ধোপাজান নদী বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কেমর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুই ভাইবোন নিহত, আহত ৩

বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদে ও বখাটে জয়কুলের লাথির আঘাতে মায়ের গর্ভের দুই সন্তান নিহতের ঘটনায় মানববন্ধন

Coder Boss
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক দিনমুজুরের কলেজ পড়ূয়া ছাত্রীকে বিবাহিত বখাটে জয়কুল মিয়া দির্ঘদিন যাবত উত্ত্যক্ত করে আসছিল। ঐ ছাত্রীর গর্ভবর্তী মা বখাটে জয়কুল মিয়ার উত্যক্ত করার প্রতিবাদ করলে বখাটের লাথি ও কিল ঘুষির আঘাতে গর্ভের ৫ মাসের দুই যমজ সন্তান মারা যায়। এ ঘটনায় বখাটে জয়কুল ইসলাম ও তার পিতা দ্বীন ইসলামকে গ্রেপ্তার করে ফাসিঁর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২ ফেব্রুয়ারি  রবিবার সকাল ১১টায় লাঞ্চিত ছাত্রীর পরিবারের আয়োজনে ইসলামপুর পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামপুর গ্রামের মোঃ এমদাদুল হক,শামসুন্নাহার বেগম,সাবেক ইউপি সদস্য আফজাল উদ্দিন কাজল,জহির হোসেন মোঃ আবুল কালাম,সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন ইসলামপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে অত্যন্ত খারাপ প্রকৃতির বিবাহিত বখাটে জয়কুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কলেজ ছাত্রীকে সুনামগঞ্জ পৌর শহরের ধোপাখালী এলাকায় নানীর বাসায় পাঠানো হয় এবং সে শহরের বুলচান্দ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি হয়। কিন্তু তারপরে ও এই বখাটে গত ১৯/০৭/২০২৪ইং তারিখে কলেজ শিক্ষার্থী তার গ্রামের বাড়ি ইসমলামপুরে বেড়াতে যায় এবং রাতে প্রকৃতির টানে ঘরের বাহির হলে উৎ পেতে থাকা বখাটে জয়কুল ইসলাম মেয়েটিকে টেনেহেচড়ে উটিয়ে নেওয়ার চেষ্টা করে। তার সুর চিৎকারে ৫ মাসের অন্তসত্বা গর্ভবর্তী মা ও তার পিতা বের হয়ে প্রতিবাদ করলে বখাটে জয়কুল ইসলাম শিক্ষার্থীর মায়ের পেঠে লাথি মারে। তৎক্ষণাৎ ঐ মহিলার রক্তখনন শুরু হয়। পরেরদিন ২০/০৭/২০২৪ইং তারিখে সকালে এই গর্ভবর্তী মহিলাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারের চিকিৎসা চলাকালীন সময় চেকাপে ধরা পরে গর্ভে দুই যমজ সন্তান মারা গেছে। বখাটে জয়কুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার পূর্বক ফাসিঁ দেয়ার জন্য সরকার ও সুনামগঞ্জের পুলিশ সুপারের নিকট দাবী জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

উল্লেখ্য এই ঘটনার জেরে শিক্ষার্থীর পিতাকে  বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ প্রানে হত্যার হুমকি দিয়ে আসছিল দ্বীন ইসলাম ও তার ছেলে জয়কুল ইসলাম। এই ঘটনায় উভয় পক্ষকে নিয়ে এলাকায় সালিশ বৈঠক একাধিক বার হলেও বখাটে জয়কুল ও তার পিতা বিষয়টি নিস্পত্তির জন্য কোন উদ্যোগ না নিয়ে এড়িয়ে যায়।  কলেজ ছাত্রীর মা শামসুন্নাহার বাদি হয়ে ইসলামপুর গ্রামের দ্বীন ইসলাম, তার স্ত্রী রুজিনা বেগম ও তার ছেলে বখাটে জয়কুল ইসলামকে আসামী করে আমল গ্রহনকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বিশ্বম্ভরপুর জোনে ৩১৫/৩১৬/৫০৬(২) ও ৩৪ পেনাল কোডে মামলাটি দায়ের করেন। যার সি আর মামলা নং-১৯৬/২০২৪ইং। 

এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, যেহেতু নতুন যোগদান করেছি তবে বিষয়টি জানামতে ডিবি তে তদন্তাদিন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102