মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় মাদকসহ বিপুল পরিমাণ অবৈধ বিভিন্ন পন্য আটক করেছে বিজিবি। এসময় দুটি পিকআপ আটক করা হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার ভোর রাতে উপজেলার চিনাকান্দি বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে এ সকল পণ্য আটক করে।
বিজিবি জানায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে সাথে ৯ জন বিজিবি সদস্যসহ চিনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২টি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় জর্জেট থান কাপড়,জামা,কসমেটিক্স সামগ্রী,চিনি, ফুসকা,কম্বল এবং মদ আটক করা হয়।
যার আনুমানিক সিজার মূল্য ৯০লাখ ৬৩হাজার ৮শত ৪২টাকা।
এ বিষয়ে এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। তিনি আরও জানান,আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এবং অন্যান্য সকল মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা ও মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।