মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর সুনামগঞ্জ
বিশ্বম্ভরপুরে ‘সামাজিক কর্মকা- ও স্বেচ্ছাসেববাকমূলক কাজে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতা মূলক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর বুধবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে সামাজিক কর্মকা- ও স্বেচ্ছাসেবামূলক যুব প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহনুর আলম।
বিশ্বম্ভরপুর ভোরের আলো যুব সংগঠনের সভাপতি মো. মিলন মিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জাফর ইকবাল চৌধুরী। এছাড়াও স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন যুব সংগঠনের মো. শামীম আহমদ, মোবারক হোসেন, হাফিজা খাতুন, হাফিজুর রহমান, মানিক তালুকদার প্রমুখ। প্রশিক্ষণে মোট ৩০জন যুব অংশগ্রহণ করেন।