সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ৩১ মেট্রিকটন (৩১,০০০ কেজি) ভারতীয় জ্বালানী কয়লা এবং ০২ জন চোরাকারবারী সহ ০১টি নৌকা আটক করে।
গত ২৩শে অক্টোবর আনুমানিক রাত ০৮টা ৩০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার এসআই(নিঃ)/মো: আলমগীর হোসেন সঙ্গীয় কং/৯১১ আবু বক্কর সিদ্দিক, কং/৮১৬ মোঃ নাদিম হাসানকে নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মধ্যনগর উপজেলা ভবনের পূর্ব দিকে উব্দাখালী নদী হইতে ৩১ মেট্রিকটন (৩১,০০০ কেজি) কয়লা বোঝাই নৌকা সহ ২জনকে আটক করে।
আটককৃত কয়লা ও নৌকার বর্তমান বাজার মূল্য মোট ১১লক্ষ ১৫হাজার টাকা।
আটককৃত চোরাকারবারীরা হলো তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্ৰামের শফিক মিয়ার ছেলে সালমান মিয়া,একই ইউনিয়নের গোলকপুর গ্ৰামের কাজিম উদ্দিনের ছেলে মোঃ জামিরুল ইসলাম।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব রহমান জানান উক্ত বিষয়ে মধ্যনগর থানার মামলা নং-৬, তারিখ-২৩/১০/২০২৪খ্রিঃ, ধারা- The Special Powers ACT 1974 25B(1)(b)/25D রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই/মোঃ আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে।