সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন। সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক গোলাম ছয়ফুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া। আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন , বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছায়েদ আলী মেম্বার, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক দুলাল মিয়া,ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামছুল হক,ইউনিয়ন যুবদলের সদস্য রফিছ উদ্দিন রনি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আঃহামিদ ,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান শিকদার, সদস্য হারুনুর রশিদ শান্ত,আলাল উদ্দিন, নাসির উদ্দিন সহ বিএনপির অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন আমাদের যুবদলের না ভাঙ্গিয়ে যারা অন্যায় কাজে যুক্ত হবে তাদের কাউকে ছাড় দেয়া হবেনা। কিছু দিন আগে দলের নাম ভাঙিয়ে মহেশখলা চাঁদাবাজি করে সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে সে আমার যুবদলের কেউ না তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।