বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

মধ্যনগরে একই পরিবারে একাধিক সদস্যের নামে ভূমি বন্ধোবস্ত বাতিলের দাবীতে মানববন্ধন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৯ Time View

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের গলইখালী গ্রামের একই পরিবারের একাধিক ব্যক্তির নামে গ্ৰামবাসীর দখলে থাকা জমির বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন পালন করে।

২৪মার্চ রবিবার দুপুর ১২ঘটিকায় মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা সড়ক গলইখালী গ্রামের মানববন্ধনে অংশ নেয় ঐ গ্রামের ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মানববন্ধনে অভিযোগ তুলে একই গ্রামের ভূমিদস্যু মনোরঞ্জন চাকলাদার ও তার পরিবারের একাধিক নামে অন্যের দখলে থাকা সরকারী খাস জমি অবৈধভাবে বন্দোবস্ত করে নিয়েছেন।সেই বন্দোবস্ত বাতিলের দাবী তুলেন মানববন্ধন কারীরা।
এনিয়ে দশক পূর্বে বসতকারীদের মধ্যে মৃত কালী সরকার,রানু সরকার,উৎপল সরকার,উত্তম সরকার বিনা কারণে সাতদিন কারাবাস করেছিলেন বলে জানা যায়।

মানববন্ধনে উল্লেখিত জমিতে দীর্ঘদিন যাবৎ বসবাস ও বোরো,চারা,বসতভিটা ও পুকুর ভোগদখল কারীদের মধ্যে বক্তব্য রাখেন উত্তম সরকার,সুরঞ্জিত তালুকদার,হরেন্দ্র সরকার,আকাশ সরকার,কবিরনজন সরকার প্রমুখ।

এনিয়ে গণমাধ্যমে উঠে আসে ১/৭/২০১৪ইং সাক্ষরিত একটি তদন্তের প্রতিবেদন। বন্ধোবস্তের মোকদ্দমা নং ১৩১৮/৮৮-৮৯ ও জেঃপ্র নং১৩৫৫/৮৮-৮৯ বাতিল করা যাইতে পারে বলে মন্তব্য করেন তৎকালীন তদন্তকারী কর্মকর্তা ধর্মপাশা উপজেলা সার্ভেয়ার মোঃলিল মিয়া।মনোরঞ্জন চাকলাদারের সাথে কথা বলতে চাইলে সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102