মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২নং দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের হাটপাঠন গ্ৰামের এক নারী কে জন সম্মুখে মারধরের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য গত ৩১শে জানুয়ারি হাটপাঠন গ্ৰামের মতিলাল সরকারের সাথে একই গ্ৰামের এক নারী সাথে অনৈতিক সম্পর্ক আছে উল্লেখ করে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে মধ্যনগরে নারীর মামলায় গ্ৰামবাসীকে হয়রানি শিরোনামে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মতিলাল সরকার।
প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মতিলাল সরকার বলেন, প্রকৃত ঘটনা হলো পূর্ব শত্রুতার জের ধরে এই নারী কে পরিকল্পিত ভাবে স্বপন, বিকাশ সহ এঁরা কয়েকজন মিলে ঐ নারীকে আমাদের গ্ৰামের সার্বজনীন কীর্তনের আসর থেকে চুলের মুঠি ধরে টেনে মন্দিরের বাহিরে নিয়ে সবাই মিলে এলোপাথাড়ি খিল ঘুষি শুরু করে।পরে আমিসহ গ্ৰামের কয়েকজন মিলে স্থানীয় বংশিকুন্ডা বাজারে ডাক্তারের কাছে নিয়ে যাই।পরে বাজার থেকে ফিরে এসে এই ঘটনার প্রতিবাদ জানাই। ঐ নারীকে ন্যায় বিচার পায়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করায় আমার বিরুদ্ধে এই নারীকে নিয়ে এমন সংবাদ প্রকাশ করে। মূলত এই নারী আমার মামাতো বোন হয়।