সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের মহেশখলা বাজার ও ভোলাগঞ্জ বাজারে পৃথক পৃথক ভাবে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ ও ঝুঁকি মুক্ত পরিবহন এবং নিরাপদ সড়কের লক্ষ্যে গ্ৰামের সরু রাস্তায় TC গাড়ি চলাচল বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করে।
১২ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার মহেষখলা বাজার ও ভোলাগঞ্জ বাজারে এলাবাসী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহেশখলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল রানা। মোঃ নাজিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন রুপনগর গ্ৰামের বাসিন্দা দেলোয়ার হোসেন, উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মুজিবুর রহমান,একই গ্ৰামের ছাত্র সমন্বয়ক আবু বক্কর, মোস্তাকিম আহমেদ, উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাসান শিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন আমাদের অজও পাড়া গ্ৰামের রাস্তায় TC গাড়ি চলাচল করায় আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না ধুলাবালির জন্য। ছাত্রীদের কে রাস্তায় একা একা হেঁটে যেতে দেখলে ড্রাইভারা উতোক্ত করে। গতকাল কালকে দুটি মেয়ে ড্রাইভার ভয়ে পাহাড়ি ছড়ার পানিতে ঝাঁপিয়ে পড়েছে। এদিন মেয়ে দুটি স্কুলে যেতে পারে নাই। এভাবে আর কিছু দিন রাস্তায় গাড়ি চলাচল করলে রাস্তা আর রাস্তা থাকবে না প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার গাড়ি চলে। এর ফলে এমন যানজট সৃষ্টি হয় তিন থেকে চার দিন লাগে যানজট ছুটতে।যামের মাঝে গাড়ি দিনের পর দিন পরে থাকায় ড্রাইভারা মেয়েদের কে উতোক্ত করতে সময় পায়। অতিরিক্ত শব্দ দূষণের কারণে রাস্তায় পাশে বাড়ির ছাত্র ছাত্রীরা পড়ালেখা করতে পারে না। ইতি মধ্যে কৃষকের ক্ষেতে পানি দেয়ার জন্য রাস্তার কয়েকটি কালবাড্র ভেঙ্গে গেছে।আমরা উপজেলা প্রসাশনের কাছে জোর দাবি জানাই অচিরেই যেন TC গাড়ি গুলো বন্ধ করে নিরাপদ সড়ক আইন মেনে ছোট গাড়ি গুলো চলাচল করে। আমি দাবি মানলে পরবর্তীতে আমরা জেলাপ্রশাসকের কাছে যাবো।
এ বিষয়ে জানতে চাইলে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন এবিষয় টা আমার জানা নাই।আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।