সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে বাংলাদেশ জামায়াতে ইসলাম মধ্যনগর উপজেলা জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৫ই ডিসেম্বর রোজ রবিবার সকাল ১১.০০টায় মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জন শক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ ইসমাঈল হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলাম মধ্যনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের ও মধ্যনগর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ হোমায়ূন কবিরের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার সহ সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আব্দুল কাদির, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপাশা উপজেলা আমীর মাওলানা বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান (পিয়াস), ধর্মপাশা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা এনামুল হক, গাজীপুর মহানগর যুব জামায়াতের অফিস সেক্রেটারী মোঃ লুৎফর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ময়মনসিংহ মহানগর শাখার এইচ আর ডি সম্পাদক মোঃ ফারহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলাম দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের সভাপতি মোঃ আলী হোসেন, চামরদানী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ হেলাল আহমেদ, মধ্যনগর উপজেলা ইসলামী ছাত্রশিবির নেতা মোঃ জোবায়ের শামীম, চামরদানী ইউনিয়ন জামায়াত নেতা মোঃ আবু তাহের সহ জামায়াতে ইসলামী ইসলামি ছাত্র শিবিরের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
জনশক্তি সমাবেশে বক্তারা বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় বিভাজন ভুলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
জনশক্তি সমাবেশে জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের দায়িত্বশীল সহ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।