সুরঞ্জন তালুকদার, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
নবগঠিত উপজেলার মধ্যনগরে পিছিয়ে পড়া ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণের জন্য বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে
দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা'২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০শে নভেম্বর শনিবার সকাল ১০:৩০ টায় দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মধ্যনগর ও এর আশেপাশের ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮৫ জন তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শতভাগ শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলো। অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রিহাব। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সৌদি প্রবাসী মহসিন মিয়া। পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ পরর্বীতে সংশ্লিষ্ট সকলকে চিঠির মাধ্যমে ও সর্বসাধারণকে পত্রিকার সংবাদ প্রকাশের মাধ্যমে জানানো হবে। উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র, শিক্ষাউপকরণ, মানসম্মত বই ও নগদ অর্থ প্রদান করা হবে।আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মধ্যনগর থানা এস আই আলমগীর ও সঙ্গীয় ফোর্স।