সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার ০২ জন আসামী গ্রেফতার।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমানের নির্দেশনায় এসআই/আসাদুল ইসলাম,এএসআই/মোঃ মহিনুর, এএসআই/আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স নিয়ে মধ্যনগর থানা এলাকায় ২১শে জানুয়ারি মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে ২জনকে গ্ৰেফতার করা হয়।মধ্যনগর থানার মামলা নং-০৬ তাং-২৭/১১/২০২৪খ্রিঃ ধারা-15(3)/25D The Special Powers Act,1974 এর।
গ্ৰেফতারকৃতরা হলেন উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি কার্তিকপুর গ্ৰামের আঃ হামিদের ছেলে আইন উদ্দিন, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আটাইশা মাছিমপুর গ্ৰামের মৃত একিন আলীর ছেলে মোসারফ মিয়া।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, ‘গত বছরের ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের দুই জনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।