সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধিঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিএনপি নেতা বজলুর রহমানের সৌজন্যে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
৩০শে মার্চ রবিবার কুতুব বাজার (গড়াকাটা)জামে মসজিদের প্রাঙ্গণে আশেপাশের গ্ৰামের বিএনপি অঙ্গসংগঠনের প্রায় ৪শতাধিক নেতা কর্মী দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেয়।
ইফতার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজাহার মিয়া। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু মিয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান লক্ষ্য।গত ১৫বছর ফ্যাসিবাদী সরকার জনগনের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে জনগনের ভোটে নির্বাচিত করে দেশ কে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করাই আমাদের মূল লক্ষ্য।