সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে মটর সাইকেলের ধাক্কায় নৃপেন্দ্র দেবনাথ (৬০)এক পথচারী নিহত হয়েছে। গত ২১শে ডিসেম্বর শনিবার বিকাল আনুমানিক ২টার দিকে নিজ জমিতে কিটনাশক দিয়ে বাড়ি ফেরার পথে গলহা উচ্ছ বিদ্যালয়ের সামনে পৌঁছালে মধ্যনগর হইতে কলমাকান্দা রাস্তা পারাপারের সময় চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর যখম প্রাপ্ত হন পরবর্তীতে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জখম প্রাপ্ত ব্যাক্তির অবস্থা আশংকা জনক মনে হলে কর্তব্যরত ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে গাজীপুর চৌরাস্তায় পৌঁছালে অনুমান ৯ঘটিকার সময় মৃত্যুবরণ করেন।
ঘাতক ড্রাইভার উপজেলার একই ইউনিয়নের মাইজপাড়া গ্ৰামের রতন সরকারের ছেলে রনি সরকার (২২)।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সজিব রহমান।