সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য এক র্যালীর আয়োজন করে মধ্যনগর উপজেলা ইমাম উলামা পরিষদ।
রবিবার ২রা মার্চ, দুপুর ২ ঘটিকায় মধ্যনগর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার থানা রোড সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা রোডের সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
র্যালিতে মুসল্লীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’ ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের উর্ধগতি, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
মধ্যনগর উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ এর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন ইমাম উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা নুরুল হুদা, সাধারণ সম্পাদক আঃ কুদ্দুস, সহ সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান,খালেদ সাইফুল্লাহ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসুল্লিদগন।
সবশেষে দেশ ও দেশের কল্যাণে এবং পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় তৌফিক দানে মহান আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল ওয়াহিদ।