সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করার লক্ষ্যে প্রস্তূতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রসাশন।
৯ই ডিসেম্বর সকাল ১১.৩০মিনিটে উপজেলা হল রুমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের, উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর নবী তালুকদার, মধ্যনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাত্তার মিয়া, চামরদানী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বাসার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র অপি মিয়া, হেফাজত ইসলামের মধ্যনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম,বৈষম্য বিরোধী ছাত্র ফজলে রাব্বী, মধ্যনগর থানার উপপরিদর্শক মোঃ আসাদুল ইসলাম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ১৪ ডিসেম্বর সকাল ১০টায় মহেশখলা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।