বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি ওজনের মোট ৭৯ বস্তা ভারতীয় চিনি সহ ০১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।
স মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমানের নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ ইউছুব আলী (বিপি-৮১০২০২৬৮৬৫) সঙ্গীয় এএসআই(নিঃ)/শাহ আশরাফুল, এএসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান, কং/৫৮৮ মোঃ তাওহীদুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে ০৩রা জানুয়ারি শুক্রবার ১৩:১৫ ঘটিকার সময় বিশেষ অভিযান চালিয়ে মধ্যনগর থানাধীন ০৩নং চামরদানী ইউপির অর্ন্তগত নতুন বদলপুর গ্রামের ইছন আলীর বাড়ীর উত্তর পার্শ্বে নদীর ঘাট হইতে ৭৯ বস্তা ভারতীয় চিনি, প্রতি বস্তায় মোট ৫০ কেজি করে (৫০×৭৯)=৩৯৫০ কেজি ভারতীয় চিনি ও ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করে। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য(৩৯৫০×১০০)=৩,৯৫,০০০/-(তিন লক্ষ পঁচানব্বই হাজার) টাকা ও ০১টি স্টীলের তৈরী ইঞ্জিন চালিত নৌকা, মূল্য অনুমান-৬,০০,০০০/-(ছয় লক্ষ) টাকা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সজীব রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ৫০ কেজি ওজনের ৭৯ বস্তা ভারতীয় চিনি এনে তা উপজেলার চামরদানী ইউনিয়নের বদলপুর ঘাট হয়ে ইঞ্জিনচালিত নৌকাযোগে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বেলা ১টার দিকে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ইঞ্জিনচালিত নৌকাসহ ৭৯বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত সেখান থেকে সটকে পড়ে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।