সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর ইউনিয়ন ভূমি অফিসের জায়গা দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু।
আজ ২৮শে নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের নির্দেশনায় দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছন প্রসাশন।এতে ১৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে,এ অভিযান ধারাবাহিক ভাবে চলমান সাংবাদিকদের জানিয়েছেন প্রসাশন।
এসময় সুনামগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আহমেদর পরিচালনায় অভিজানে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা ইউএনও উজ্জল রায়, মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্ব থাকা ভূমি কমিশনার মোঃ ওলিদুজ্জান, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব রহমান, মধ্যনগর সহকারী ভূমি অফিসার মোঃ সারোয়ার হোসেন।
জানা যায় মধ্যনগর মৌজার ২৪১৯ দাগে সরকারের কর্তৃপক্ষের অনুমতি অনুসারে মোঃ আবুল হাসেম ৬শতাংশ জায়গা বন্দোবস্ত পায় এবং সরকার তাঁকে জায়গা বুঝিয়ে দেয়।দখল অনুযায়ী তিনি ভোগ দখল করে আসছেন।
অভিযান চলাকালে দখলদার আবুল হাসেম বলেন আমি সরকারি নিয়ম অনুযায়ী ১৫বছর ধরে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি, আমাদের কে অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে।
আরেক দখলদার বিল্লাল হোসেন বলেন আমি সরকারের নিয়ম অনুযায়ী নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। অথচ আমাদের ঘরগুলো এখন ভেঙ্গে ফেলছে।আমরা এখন নিশ্ব হয়ে গেছি।তাই সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন আমাদের জায়গা আমাদের কে অবশ্যই ফিরিয়ে দিবেন।
এবিষয়ে ভূমি কমিশনার ওলিদুজ্জান বলেন অবৈধভাবে যারাই দখলে আছে তাদেরকে পর্যায়ক্রমে অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হবে ও সেখানে সরকারি স্থাপনা নির্মাণ করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আহমেদ বলেন ভূমি অফিসের সামনে ১৩শতাংশ জায়গা ১৫টি পরিবার অবৈধভাবে ১৪বছর যাবদ দখল করে আসছে। অবৈধ দখল মুক্ত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।