মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক আলচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব গিয়াস উদ্দিন আল মামুন (অ দা)। এসময় আরো উপস্থিত ছিলেন মধ্যনগর থানা অফিসার ইনচার্জ জনাব সজীব রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া, উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বাজার কমিটির সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ প্রমুখ ব্যক্তিবর্গ। সভার শুরুতে জনাব গিয়াস উদ্দিন আল মামুন ভোক্তা অধিকার আইন সংরক্ষণ ও এর সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন ৫ আগস্টের পর এখনো পর্যন্ত মধ্যনগর উপজেলায় বাজার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে কেউ যেন ইচ্ছেমত পন্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।বাজার পরিষ্কার রাখা, মেয়াদ উত্তীর্ণ পণ্যের বিক্রয় রোধ করা, এবং ব্যাবসার ক্ষেত্রে বৈধতা রাখা ইত্যাদি বিষয়ে সরকারী বিধি অনুযায়ী বিভিন্ন দিক নির্দেশনা দেন।