সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)
আসুন সবাই মিলে মধ্যনগর উপজেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নেই এই প্রতিপাদ্য কে সামনে রেখে মধ্যনগর উপজেলার উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
৯ই জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকায় মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্ছ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায়ের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন ভাবনা বিষয়ক কর্মশালায় উপজেলার রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের লোকজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, ব্যবসায়ীবৃন্দ, উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
হাওর বেষ্টিত নবগঠিত মধ্যনগর উপজেলার মানুষের জীবন মানের উন্নয়ন করতে ভাবনা বিষয়ক কর্মশালায় এলাকাবাসীর পক্ষে, হাজারো দাবী তুলে ধরেন বক্তারা। যেমন স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘ মিয়াদী পরিকল্পনার ভাবনার কথাই উল্লেখ করা হয়। পরিশেষে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে একটি র্য্যালী বের হয়ে সাড়া বাজার প্রদক্ষিণ করেছে।