সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যনগর উপজেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক মোসারফ হোসেন আশিক মিয়ার জানাজা আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার সময় উনার নিজ গ্ৰাম দুগনই ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রিয় নেতাকে শেষবিদায় দিতে হাজির হন হাজারো নেতা-কর্মী।
জানাজায় অংশ নিতে সকাল থেকে দূরদূরান্তের মানুষ আসতে থাকেন দুগনই খেলার মাঠে। মাঠ ভরে যায় মুসল্লিতে। মাঠও কানায় কানায় ভরে যায় নির্ধারিত সময়ের আগে।
গত বুধবার সন্ধ্যা ৬ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বুধবার রাতেই তাঁর মরদেহ ঢাকা থেকে মধ্যনগর উপজেলার নিজ দুগনই গ্ৰামে আনা হয়। দুগনই ফুটবল খেলার মাঠে জানাজা শেষে দুগনই কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
দুগনই মাঠে জানাজায় অংশ নেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজীব রহমান, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক,ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খাঁন, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক সাজিবুল তালুকদার, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক,ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর, দুগনই গ্ৰামের হাজী জহিরুল হক,এম শহীদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সেফুল মিয়া, যুগ্ম আহ্বায়ক মাহবুব মিয়া,প্রস্তাবিত কৃষক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, চামরদানী ০৬ ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ মিয়া, চামরদানী ইউনিয়ন যুবদলের সভাপতি তোয়াসিন মিয়া, মধ্যনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ইমরান আহমেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।