সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে মধ্যনগর সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কুরআন তিলাওয়াত,গজল ও আজান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
২৮শে মার্চ শুক্রবার জুমা’র নামাজ শেষে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়।সংগঠনটির নিজস্ব অর্থায়নে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পবিত্র আল-কুরআন সহ অন্যান্য পুরষ্কার বিতরণ করা হয়েছে।
একই দিনে সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো.রাশিদ আলম। সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডাক্তার মুক্তাদির হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় মধ্যনগরকে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি বলে আখ্যা দিয়েছেন।তিনি তার বক্তব্যে বলেন,’বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।চাকরি ও অন্যান্য কারণে আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি,বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে চলেছি।সারা দেশেই সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তঢ়বে মধ্যনগরের মত এমন সম্প্রীতি আমি অন্য কোথাও দেখিনি।’এসময় তিনি মধ্যনগর উপজেলাকে এগিয়ে নিতে সবার সহযোগীতা কামনা করেন।