সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
রুখতে ধর্ষণ, শুরু হোক গর্জন’আমি কে তুমি কে আছিয়া আছিয়া এ স্লোগানে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সাধারণ শিক্ষার্থীরা।
১৩ই মার্চ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিলটি শহীদ আবু সাইদ চত্বর থেকে শুরু উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ মানববন্ধন পালন করে। মানবন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র অপি মিয়া,দুগনই জামে মসজিদের ইমাম মাওলানা খালেক সাইফুল্লাহ, মধ্যনগর বিপি উচ্ছ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তার, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সৃষ্টি আক্তার প্রমুখ। এসময় বক্তরা ইউনুছ সরকারের কাছে দাবি তুলে ধরে বলে ধর্ষকের শাস্তি জেনো মৃত্যু দন্ড জনসমক্ষে কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করা। নারীদের নিরাপত্তার স্বার্থে ধর্ষণের আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
করে এই আইন বলবৎ রাখার দাবি জানায়