সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর ইয়থ পিস এ্যাম্বাসেডর গ্রুপ’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় ত্রৈমাসিক সভা রোববার বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ওয়াই পিএজির সদস্য সাকিব আহমদ এর সভাপতিত্বে এবং শবনম দ্দোজা জ্যোতির সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর পিএফজির সমন্বয়কারী ফজলুল করিম সাইদ, সিরাজুল ইসলাম পলাশ,নুরুল হাসান আতাহার, কবি আমনুল হক, মাওলানা ফয়জুন নূর ফয়েজ, সাংবাদিক কর্ণ বাবু দাস, শান্তিগঞ্জ পিএফজির এম্বাসেডর জিয়াউর রহমান জিয়া। স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা। সভায় সর্ব সম্মতিক্রমে সোমবার বেলা দুইটায় সুনামগঞ্জ শহিদ মিনারে আলোচিত শিশু আছিয়া ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, একটি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে কাজ করছি আমরা। সুনামগঞ্জের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সম্প্রীতি বজায় রাখার লক্ষে আমরা কাজ করবো।
সভায় বক্তব্য রাখেন, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের সদস্য ইয়াহিয়া আহমদ, ইব্রাহিম, মোহাম্মদ আলী, রাব্বি আহমেদ, মাহফুজহ আহমেদ, তুর্য দাস, উম্মে সুমাইয়া তাবাস্সুম, মুন্নি আক্তার, ফৌজিয়া রহমান উষা, আলী ইমরান, অনন্যা তালুকদার রুমি দাস, ঝরনা আক্তার প্রমূখ।