স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ শহরে একটি নিউজের জেরে বাংলাদেশ সমাচার পত্রিকার হবিগঞ্জ সদর প্রতিনিধি উজ্জ্বল আহমেদের উপর অতর্কিত হামলা করে, তার ব্যবহৃত মোবাইল টাকাসহ মূল্যবান জিনিস পত্র ছিনতাই করে নিয়ে গেছে সাবান মিয়ার নেতৃত্বে কামাল খান, সবুজসহ কুখ্যাত সন্ত্রাসীরা।
গত ৭ই জানুয়ারি সকাল ১১ টায় সাংবাদিক উজ্জ্বল আহমেদ বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থলে যাওয়ার সময় শহরের উমেদনগর এলাকায় প্রাইমারি স্কুলের সামনে সাবান মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সুদখোর বাটপার হিসেবে পরিচিত কামাল খান এবং আশরাফুল আলম সবুজ মিয়ার সহ ৭/৮ জন সন্ত্রাসী হামলা করে বলে মামলা করেছে সাংবাদিক উজ্জ্বল আহমেদ।
সাংবাদিক উজ্জ্বল আহমেদ আরো জানান গত বছর একটি নিউজ করার ফলে সাবেক এমপি আবু জাহিরের অবৈধ ব্যবসার মূলহোতা, আওয়ামীলীগ নেতা সাবান মিয়া সহ সন্ত্রাসী কামাল খান, সবুজ মিয়া আমাকে অনেকদিন ধরে হুমকি দিয়ে আসছে কিছুদিন আগেও ফেসবুকে, মেসেঞ্জারে, রাস্তা পেয়ে সবুজ মিয়া হুমকি দেওয়ার পরই গত ৭ই জানুয়ারি আমার উপর হামলা অতর্কিত হামলা করে আমার সবকিছু ছিনিয়ে নিয়ে যায় এবং আমার বউ বাচ্চার উপর হামলা করে, আমার বউয়ের শ্লীলতাহানি করে, তার গলার স্বর্নের চেইনটি নিয়ে যায়, আমি তাৎক্ষণিক লাইভ করেছি, পুলিশ এসে তদন্ত করে গেছে এবং এলাকাবাসী আমাকে উদ্বার করেছে, স্হানীয় পত্রিকায় নিউজ করতে গেলে বিভিন্ন লোকাল পত্রিকায় নিউ ছাপাতে অপরাগ কেননা সাবান মিয়া প্রতিদিনের পত্রিকার মালিক এবং কামাল তার অফিসের পিয়ন বিদায়, সাবান মিয়ার প্রভাব এবং টাকা আতিপত্য দেখিয়ে, আমি সাংবাদিক হওয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে উল্টা নিউজ ছাপিয়ে আমাকে হেও প্রতিপন্ন এবং মানহানি করেছে আমি নিরুপায় হয়ে মামলা করেছি।
আমি এর সুষ্ঠু বিচার চাই এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক, এখনো আমাকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে যাচ্ছে আওয়ামীলীগের গডফাদার সাবান মিয়াসহ সন্ত্রাসীরা এবং সাংবাদিকতা করতে আমার ব্যাঘাত করতেছে।
আমি ও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
ছিনতাই ও হামলা মামলার অন্যান্য আসামিরা হচ্ছেন ১, চান মিয়ার ছেলে কামাল খান, ২, সৈয়দ খানের ছেলে জামাল খান, ৩, খোয়াই নদী পাড়ের সাবান মিয়া ৪, আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম, ৫, হাবিবুর রহমানের ছেলে তারেক হাবিব, ৬, ওয়াদিজ্জামান জিতু মিয়ার ছেলে আশরাফুল আলম সবুজ গং।