মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর মৎস্য আড়তের জটিলতা নিরসনে সালিশের পর সালিশকারি বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার উপর মিথ্যা মামলা দায়ের এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি।গতকাল ১৪ অক্টোবর সোমবার বিশ্বনাথ উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে তারা এ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: লিলু মিয়া।তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন থেকে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর মৎস্য আড়ত ও মৎস্য সমিতির কমিটি নিয়ে ব্যবস্থাপনা কমিটির নেতা বশির উদ্দিন পক্ষ এবং সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন পক্ষের মধ্যে দ্বন্ধ চলে আসছে।এ নিয়ে বেশ কয়েকবার বাজারে সংঘর্ষ ও বিশৃঙ্খলা হয়েছে।পাশাপশি আড়তের সম্পত্তি ও সমিতির কমিটি নিয়ে উভয় পক্ষে প্রায় দুইডজন মামলাও হয়েছে।গত ৫ আগস্টের পর দুই পক্ষের দ্বন্ধ ও সমিতির কমিটি নিয়ে জটিলতা নিরসনে স্থানীয় বিএনপি এবং উভয় পক্ষের অনুরোধে সালিশের ব্যবস্থা করা হয়।
সালিশে উপজেলা বিএনপির সভাপতি ভারপ্রাপ্ত গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াসহ বৃহত্তর সিলেটের গণ্যমান্য সালিশ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ সালিশে উভয়পক্ষ ৫লক্ষ করে টাকা আমানত ও জমা দেন।চার দফায় সালিশ বৈঠকে হেলাল উদ্দিন পক্ষের টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্থ পরিবার সমুহকে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।তবে হেলাল উদ্দিন পক্ষ এ বৈঠকে উপস্থিত না হয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টাকা আত্মসাতের মামলা (সিআর মামলা নং ৩০৮/২০২৪)করেছেন।এছাড়াও তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অপপ্রচার চালিয়ে আসছেন।এ্ মিথ্যা মামলা প্রত্যাহার ও অপপ্রচারের জন্য সাবেক মেম্বার হেলাল উদ্দিনকে ভুল স্বীকার করে বিশ্বনাথবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ন-সম্পাদক মোনায়েম খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ক্রীড়া সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান,অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান,উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,জেলা বিএনপি নেতা খসরুজ্জামান খসরু, লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ফয়জুল হক, বিএনপি নেতা আশিক মিয়া জীবন, আব্দুস সাত্তার, আশিকুর রহমান রানা, আব্দুল হান্নান বাবুল,দুলাল আহমদ প্রমুখ।