মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথ উপজেলার ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, কলম ও খাতা বিতরণ করা হয়েছে। রবিবার (১২জানুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের ব্যবস্থপনায় এ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা ডলি দেবীর সভাপতিত্বে ও ছাত্র নেতা হোসাইন আহমদ পাবেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আবদুল ওয়াহিদ আলমগীর। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্রী তানিসা আখতার ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার ট্রাস্টি শেখ হারুনুর রশীদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, জাগরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম, ইউপি সদস্য তানবীর হোসেন, নাজিম উদ্দিন রাহিম, সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ, রুমেল আলী। এসময় বিশ্বনাথ ইউপির মহিলা সদস্যা বাবলী বেগম, সমাজসেবক রাজু আহমদ, ব্যবসায়ী জাহাঙ্গীর, আহাদ মিয়া, নিয়াজ মিয়া, আবদুল মালিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।