বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান নারী চরিত্র! – লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম লোহাগাড়া ইসলামি ছাত্র মজলিসের উদ্যোগে শহীদের স্মরণে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন রোওয়া ক্যং প্রজেক্ট এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান পলাশবাড়ীতে পানিতে ডুবে অবুঝ শিশুর মৃত্যু মধ্যনগরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত শিবপুরে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেন সারজিস আলম সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ’কের বৃত্তি বিতরণ সম্পন্ন কবিতা : হিমের ঝুড়ি পলাশবাড়ীতে যুব সমাজের উদ্যোগে দুঃস্থ-অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউ’কের বৃত্তি বিতরণ সম্পন্ন

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াছ আলীর সহধর্মিণী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্টার তাহসিনা রুশদী লুনা বলেছেন,বিশ্বনাথের শিক্ষার
মান উন্নয়নে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে যে ভুমিকা পালন করছে তা অত্যন্ত প্রশংসনীয়।তবে আমি মনে করি,শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের আধুনিক শিক্ষার কলাকৌশলের প্রশিক্ষণ দিয়ে দক্ষ শিক্ষক হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে।ছেলেদের চেয়ে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেশি।সবাইকে লেখাপড়ার প্রতি সমান ভাবে আগ্রহী করে তোলা জরুরী।তিনি গতকাল মঙ্গলবার সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র’বৃত্তি বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার ২৭৫জন শিক্ষার্থী ২হাজার টাকা করে,১০ম শ্রেণির ৭৯জন শিক্ষার্থীকে ৩হাজার টাকা করে এবং বিশ্বনাথসহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসিতে অধ্যয়নরত১০৫জন শিক্ষার্থীকে ৫হাজার টাকা করে ও ডিগ্রিতে অধ্যয়নরত ৯৯জন শিক্ষার্থীকে ৮হাজার টাকা করে সর্বমোট ৫শত ৫৬জন শিক্ষার্থীকে নগদ মোট ২১ লক্ষ টাকা বিতরণ করা হয়।
বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তাহসীনা রুশদী লুনা আরো বলেন, বিগত সরকার সমস্ত কিছু দলীয়করণ করে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে, সাধারণ মানুষ যারা আওয়ামীলীগ করে না,তাদেরকে তারা তাদের বিরোধীপক্ষ মনে করতো।যে কারনে প্রবাসীরাও দেশে আসাকে নিরাপদ মনে করেননি।বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি সুনন্দা রায়ের সভাপতিত্বে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান,যুগ্ন-সম্পাদক মোহাম্মদ কবির মিয়া ও বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের যৌথ পরিচালনায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ট্রাস্টের সভাপতি মাফিজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক নুরে আলম,বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী,বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক,বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক,খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী,দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের সিইও ডা.শানুর আলী মামুন,ট্রাস্টের সাবেক চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ,সাবেক ভাইস-চেয়ারপার্সন এম.আব্দুস সাত্তার,সাবেক ট্রেজারার আব্দুল মজিদ,ড.মুজিবুর রহমান,বর্তমান কমিটির ভাইস-চেয়ারপার্সন মোহাম্মদ মিছবাহ উদ্দিন,প্রফেসর ফরিদ আহমদ,ইসি মেম্বার নেছার আলী লিলু,মবস্বির আলী,ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি গৌছ আলী,খলিলুর রহমান,কাউন্সিলর নেছার আলী, সলিসিটর আনছার হাবিব,প্রফেসর বাবরুল হোসেন বাবুল,তোফাজ্জল আলম তোফায়েল,ফারুক মিয়া,আব্দুল কুদ্দুছ,আনোয়ার খান,জামাল উদ্দিন,আবুল খায়ের,জাকির হোসেন কয়েছ,আব্দুল ওয়াহিদ আলমগীর, মুমিন খান মুন্না,শেখ হারুনুর রশিদ,শেখ আবুল বাশার প্রমুখ।
অনুষ্ঠানে অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ট্রাস্টের বৃত্তি পেয়ে উচ্চতর শিক্ষা অর্জনকারী প্রদীপ পাল।জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।শেষে প্রয়াত সকল ট্রাস্টিদের মাগফেরাত কামনায় মোনাজাত পালন করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া,উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ,রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ,ট্রাস্টের বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন,দৌলত পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান,দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান,বিপিইটির ট্রাস্টি মাসুক মিয়া, সাইদুর রহমান,আব্দুল গণি,সফিক উদ্দিন আহমদ,ট্রাস্টের কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল,শিক্ষাবিদ মাস্টার ইমাদ উদ্দিন,সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া,বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান,তজম্মুল আলী রাজু,বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন,বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না,বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ট্রাস্টের ট্রাস্টি আতিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102