মো: ছালিম আহমদ খান, সিলেট থেকে:
গত ২০ মার্চ রাত দশ ঘটিকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ইফতার মাহফিলকে সামনে রেখে হোটেল ভ্যালি গার্ডেনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জনাব এহতেশামুল হক, কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অর্পিতা শ্যামা দেব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার সংগঠকবৃন্দ,আহতদের পক্ষ থেকে প্রতিনিধি সহ ছাত্র নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, আমরা সবাই এক হয়ে কাজ করার জন্য এই প্লাটফর্মে যুক্ত হয়েছি। আমাদের ভিতর কোনো ভেদাভেদ রাখা যাবে না। আমাদের ঐক্য কেউ যেনো নষ্ট না করে সেই দিকে আমাদের খিয়াল রাখা প্রয়োজন।