সিলেট প্রতিনিধি:
সিয়াম সাধনার এই মাসে সমাজের অসহায়,দুস্থ ও আর্থিক সমস্যায় থাকা মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের একদল উদ্যমী তরুণ তরুণী।
রমজানের পবিত্রতা আর মানবতার টানে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ‘হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামের সংগঠনটির উদ্যোগে ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সার্বিক সহযোগিতায় মাত্র ৭ টাকায় ইফতার ও বিশুদ্ধ পানি বিতরণের ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে,
মানবিক এই কার্যক্রম কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
গত (১২ই মার্চ বুধবার) শিবগঞ্জ পয়েন্টে ৭ টাকায় ইফতার বিতরণ কর্মসূচি পরিচালনা করতে দেখা যায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড সুপার উইমেন এর সদস্যদের।
সাংবাদিকদের সামনে এক প্রশ্নের জবাবে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হাফিজ মো ছালিম আহমদ খান বলেন, আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। আমাদের মধ্যে অনেকেই আছেন, আর্থিক সমস্যার কারণে তারা ভালো ইফতার করতে পারতেছে না, তারা কারো কাছে হাত পেতে চাইতে ও পারতেছে না, নিজেদের সম্মানের ভয়ে কোনো কিছু বলতেও পারতেছে না। আমরা মূলত তাদেরকে সামনে রেখে এমন ব্যবস্থা করছি। আমাদের সিলেট, চট্টগ্রাম,রংপুর, সহ আমাদের প্রত্যেক বিভাগে ফ্রি ইফতার বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। এবং যারা আমাদের প্রোগ্রাম সফল করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।