একে মিলন সুনামগঞ্জ থেকে:
বাংলাদেশ প্রাণিসম্পদ ও আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এবং সমিতির আওতাধীন কর্মচারীদের বকেয়া ভাতা পরিশোধসহ রাজস্ব করন এর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সারা দেশের ন্যায় মঙ্গলবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. বদরুল আলম। জহিরুল ইসলাম তারেকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, মো. রেজা মিয়া, ফারুক আহমদ, আলীম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন.গোবাদিপশুর জাত উৎপাদন, দুধ উৎপাদন ও পুষ্টিযোগানের কারিগর হলাম আমরা। অথচ আমাদের ২ হাজার টাকা ভাতা দুইবছর যাবত বন্ধ রয়েছে। একারণে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। অবিলম্বে আমাদের বেতন ভাতা পরিশোধ সহ রাজস্বকরণ এর জোর দাবি জানাচ্ছি। এসময় সমিতির অগনিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।