সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে কালনী নদীর পূর্ব পাড়ে আন্তজার্তিক জলাভুমি দিবস ও হাওর উৎস অনুষ্টিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় কালনী নদীর পাড়ে উজান ধল এর মাঠে আন্তজার্তিক জলাভুমি দিবস হাওর উৎস অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াছ মিয়া, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল এর সঞ্চালনায় প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রনালয়, অতিরিক্ত সচিব মোহাম্মাদ রেজাউল করিম, মুখ্য আলোচক ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মাদ জাবের, আলোচক বাংলাদেশ হাওর ও জলাভুমি উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক মো: আখতারুজ্জামান, বিশেষ অতিথি সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান। স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলার নির্বাহী অফিসার সনদ্বীপ সরকার, শুভেচ্ছা বক্তব্য রাখেন তাড়ল ইউপি চেয়ারম্যান আলী আহম্মদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক খলিলুর রহমান, হাওর বাচাও আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, কৃষক প্রতিনিধি শেখ বাবুল, খালিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রব সহ ৭ জেলার প্রতিনিধিগণ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জলভুমির অস্থিত্বের আছে বিভিন্ন অরুবীজ, গাছপালা, পাখি, উভচর প্রাণী, সরিসৃপ,মাছ, অতিথি পাখি ও অন্যান্য প্রাণীর অস্তিত্ব। জলাভুমি আমাদের খাদ্য সরবরাহ করে। বাংলাদেশে ৭টি জেলায় হাওরাঞ্চল, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাক্ষণ বাড়িয়া বিস্তৃত। এ দিবসে আমাদের চ্যালেঞ্জ হবে সেডিমেন্ট ম্যানেজমেন্ট, জলাভুমি দুষণ মুক্ত রাখা ও এর সুরক্ষা।
হাওর উৎসে শাহ আব্দুল করিম, হাসান রাজার গান, গাছের ছাড়া বিতরণ, প্রীতি ফুটবল ম্যাচ ইত্যাদি।