একে মিলন সুনামগঞ্জ থেকে:
২০০৬ সালে আওয়ামী সরকারের দ্বারা লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ড ও জুলাই ২০২৪ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিচারের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার দুপুরে পৌর শহরের হাসন রাজা অডিটোরিয়ামে আয়োজিত সমাবেশে
সুনামগঞ্জ পৌরসভা জামায়েতে আমির অ্যাডভোকেট নুরুল আলমের সভাপতিত্বে এবং পৌর জামাতের সেক্রেটারী আব্দুস সাত্তার মামুন এর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মো: ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ, নায়েবে আমীর অ্যাডভোকেট শামছু উদ্দিন, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল্লাহ, জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ,জেলা শিবিরের সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।
সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা বলেন, গত ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন-বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর নিপীড়ন চালায়। সেদিন ঢাকার রাস্তায় প্রকাশ্যে অস্ত্র তুলে গুলি এবং মানুষ পিটিয়ে মারার মতো ঘটনা তারা ঘটিয়েছিল। বিগত ১৮ বছর ধরে আওয়ামী লীগ সরকার এমন কোনো অপকর্ম নেই যে তাদের দ্বারা সম্পন্ন হয়নি, তারা অপরাধী।