একে মিলন সুনামগঞ্জ থেকে:
সারা দেশের ন্যায় সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ। পরে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা।
বুধবার বেলা ১১ টায় পৌর শহরের শাপলা চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মাও. আলী আসগর এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল বারী সমাবেশ পরিচালনা করেন।
সভায় বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিহাব উদ্দিন, গণ অধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, সাধারণ সম্পাদক এম
এ বারী সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ স্বাধীন,-সাবেক সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুজিবুর রহমান, আজিজুল হক, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজু মিয়া, সাবেক অর্থ সম্পাদক কবির মিয়া, সদর উপজেলা আহবায়ক মুসাহিদ মিল্টন, যুগ্ম আহবায়ক ফরহাদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা আহবায়ক সাদিক আহমেদ, মিরাজ মিয়া, দোয়ারা উপজেলা আহবায়ক লুৎফর রহমান, ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোজাহিদ আলী খোকন, যুবনেতা নাজির খান, মোহাম্মদ হুসেইন, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া প্রমুখ।